এর আগে গতবছর ১২ জুন কোভিডজনিত সমস্যার কারণে হাসপাতালে ভরতি করতে হয়েছিল তাঁকে। এবার ফের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে দিল্লীর গঙ্গারাম হাসপাতালে ভরতি করা হল। যদিও কোনওরকম গুরুতর অসুস্থতার জন্য নয়। বরং বুধবার ‘রুটিন চেক আপ-এ হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁকে। তবে সাম্প্রতিক অতীতে দু’বার করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। ফলে বয়সের কথা মাথায় রেখে তাঁর ওপর বিশেষ নজর রাখা হচ্ছে।
সূত্রের খবর, শ্বাসযন্ত্রের সংক্রমণ নিয়ে কিছু শারীরিক জটিলতায় ভুগছেন সোনিয়া। গতকাল থেকে অসুস্থ বোধ করছিলেন তিনি। সেই কারণে প্রিয়াঙ্কা গান্ধী ভারত জোড়ো যাত্রা থেকে দিল্লীতে ফিরে আসেন।
