৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। আর তার আগে প্রস্তুতি খতিয়ে দেখতে সাগরদ্বীপে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি মেলার প্রস্তুতি খতিয়ে দেখেন। এদিন ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গঙ্গাসাগর মেলাতে জাতীয় মেলা ঘোষণার আবেদন করছি। এর আগেও আমি এই আবেদন জানিয়েছি। কিন্তু, মেলার জন্য ১ পয়সার বাতাসাও দেয় না কেন্দ্র’। পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, গঙ্গাসাগর মেলা চলাকালীন অর্থাৎ ৮ থেকে ১৭ জানুয়ারির মধ্যে সেখানে কোনও মানুষ দুর্ঘটনায় প্রাণ হারালে তাঁর পরিজনরা পাঁচ লাখ টাকার জীবনবিমা পেতে চলেছেন পরিবারের জন্য।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় হেলিপ্যাড এবং কামারহাট সেতু উদ্বোধন করেন। এই প্রকল্প উদ্বোধনের পর তিনি বলেন, ‘এই বছর গঙ্গাসাগর মেলায় নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। অডিয়ো ভিসুয়ালের মাধ্যমে এখান থেকেই দক্ষিণেশ্বরের কালীবাড়ি, কালীমন্দির, তারাপীঠ, তারকেশ্বরের দর্শন করা সম্ভব হবে। ৬৫ লাখ টাকা খরচ করে গেস্ট হাউস নির্মাণ করা হয়েছে’।
গঙ্গাসাগরে ডুমুরজলা স্টেডিয়ামের আদলে হেলিপ্যাড ময়দানের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৪ জানুয়ারি সাগরদ্বীপে পৌষ সংক্রান্তিতে পুণ্যস্নান। এই বছর সাগরে রেকর্ড ভিড় হবে বলে অনুমান করা হচ্ছে। গত দুই বছর ধরে কোভিডের কারণে একাধিক বিধিনিষেধ লাগু ছিল সাগরে। কিন্তু, এই বছর কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। সেক্ষেত্রে ভিড়ও গত বছরের তুলনায় বেশি হবে বলে মনে করা হচ্ছে।