পানীয় জল, রাস্তা, জঞ্জাল পরিষ্কার ইত্যাদি নিয়ে দাবিদাওয়ার কথা পরে বলবেন। এখন কোমর বেঁধে লাভ জিহাদের বিরোধিতা করুন। — কর্নাটকে বিজেপির রাজ্য সভাপতি নলিন কুমার কাটিল দলের কর্মীদের উদ্দেশে এই কথা বলেছেন। তিনি বলেন, জল, জঞ্জাল পরিষ্কার, রাস্তা, ভোটে এসব ছোট ইস্যু। অনেক বড় বিষয় লাভ জিহাদ। এর সঙ্গে সন্তানের ভবিষ্যৎ জড়িত।
বিজেপি নেতার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। কংগ্রেস গেরুয়া পার্টির রাজ্য সভাপতির বক্তব্যের সমালোচনা করে বলেছে, বিজেপি দল ভাঙিয়ে সরকার গড়েছে কর্নাটকে। এখন ভোটের আগে সরকারের ব্যর্থতা ঢাকতে হিন্দুত্বকে প্রধান সহায় করতে চাইছে।
প্রসঙ্গত, কর্নাটকে আগামী মার্চ এপ্রিল মাসে বিধানসভার ভোট হওয়ার কথা। কিন্তু ক্ষমতায় টিকে থাকা নিয়ে গুজরাতের মতো।নিশ্চিত নয় তারা। এক বছর আগে মুখ্যমন্ত্রী বদলেও হাল ফেরেনি দলের। শিক্ষাঙ্গনে হিজাব নিষিদ্ধ করে ভোটের ধর্মীয় মেরুকরণের রাস্তায় হাঁটলেও তেমন সুবিধা হয়নি, মনে করছে দল।
হালে লাভ জিহাদের বিরুদ্ধে আইন তৈরি করেছে রাজ্যের বিজেপি সরকার। ভোটের আগে সেই আইন কার্যকরের রাস্তা খুঁজতেই লাভ জিহাদের বিরুদ্ধে কর্মীদের সরব হতে বলছে বিজেপি নেতৃত্ব, মনে করছে রাজনৈতিক মহল।