এবার এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল বিজেপি শাসিত কর্ণাটকের বেঙ্গালুরু। সেখানের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রীকে বার বার ছুরির কোপ বসিয়ে ক্যাম্পাসের ভেতরেই খুন করলেন আর এক ছাত্র। পরে নিজের শরীরেও কোপ বসান তিনি।
ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর প্রেসিডেন্সি কলেজে। অভিযুক্ত ছাত্রের নাম পবন কল্যাণ। তিনি অন্য একটি কলেজে পড়েন। প্রেসিডেন্সির বি.টেকের ছাত্রী স্মিতার সঙ্গে তাঁর বন্ধুত্ব ছিল বলে জানা গেছে। স্মিতার সহপাঠীরা বলছেন, প্রায়ই প্রেসিডেন্সিতে স্মিতার সঙ্গে দেখা করতে আসত পবন। সোমবার বিকেলের দিকেও তাঁকে কলেজ ক্যাম্পাসে দেখা গিয়েছিল।
স্মিতার বান্ধবীরা বলছেন, গতকাল বিকেলে স্মিতার সঙ্গে পবনকে কথা বলতে দেখা গিয়েছিল। তারপরেই তীব্র আর্তনাদ শোনা যায়। সকলে ছুটে গিয়ে দেখেন, স্মিতার সারা শরীর ক্ষতবিক্ষত। রক্তে ভেসে যাচ্ছে চারদিক। মাটিতে শুয়ে কাতরাচ্ছেন স্মিতা। অন্যদিকে নিজের শরীরেও কোপ বসাচ্ছেন পবন।
এরপরই খবর পেয়ে ছুটে আসে কলেজ কর্তৃপক্ষ। পুলিশে খবর দেওয়া হয়। দুজনকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। সেখানে মৃত্যু হয় স্মিতার। পবনের শারীরিক অবস্থাও সঙ্কটজনক। ময়নাতদন্তের রিপোর্ট বলছে, ১৯ বছরের স্মিতার শরীরে ১০ বার ছুরির কোপ বসিয়েছিল পবন। তবে কী কারণে এমন ঘটনা ঘটল তা জানা যায়নি।