বিগত বছরে সেনায় চুক্তিতে নিয়োগের অগ্নিপথ স্কিম চালু করেছে নরেন্দ্র মোদীর সরকার। কমিশনড অফিসার বাদে সব পদেই অগ্নিপথ স্কিমে অগ্নিবীর নিয়োগের সিদ্বান্ত হয়েছে।
এবার ভারতীয় সেনায় অপ্রয়োজনীয় পদ তুলে দেওয়ার পথে হাঁটতে চলেছে কেন্দ্র। নয়া সিদ্ধান্ত কার্যকর হতে পারে ট্রেডসম্যান পদ তুলে দিয়ে।
ওই পদে এখন ৮০ হাজার সেনা কর্মী আছেন। তাঁদের সামান্য কয়েকজনকে রেখে পদটি বিলোপ করে দেওয়া হবে। তাঁরা যে কাজ করেন সেই কাজ করবে বেসরকারি এজেন্সি। টেন্ডার ডেকে নিয়োগ করা হবে এজেন্সি। অতি স্পর্শকাতর সেনা ঘাঁটি এবং যুদ্ধকালীন সময়ের জন্য কিছু সেনাকে নিয়মিত পদে রেখে দেওয়া হবে। ওই পদে থাকা বর্তমান সেনারা নির্দিষ্ট সময়েই অবসর নেবেন।
এই ভাবনার কারণ, সেনায় বেতন ও পেনশন খাতে বিপুল খরচ। দিন দিন তা বেড়েই চলেছে। এ মাস থেকেই অবসরপ্রাপ্ত সেনা কর্মীদের পেনশনের নয়া ব্যবস্থা চালু হবে। ফলে সরকারের ঘাড়ে বিপুল খরচের বোঝা বাড়তে চলেছে।