ইকো পার্কে অরিজিৎ সিংয়ের শো বাতিল হওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক তরজা চলছে রাজ্যে। বিজেপি শিবিরের অভিযোগ, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে ‘রঙ দে তু মোহে গেরুয়া’ গাওয়ার জন্যই নাকি শাসক দলের রোষে পড়েছেন অরিজিৎ। যার পাল্টা দিয়ে সম্প্রতি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ অভিযোগ করেছেন, এতে রাজনীতির রঙ বিজেপিই জোর করে লাগাচ্ছে। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে অরিজিতের গেরুয়া গাওয়ার আগেই শোয়ের আয়োজক সংস্থাকে বুকিংয়ের অগ্রিম টাকা ফেরত দেওয়া হয়ে গিয়েছে। সেই সঙ্গে আরো জানানো হয়েছে, ইকো পার্কের বদলে অ্যাকোয়াটিকাতে হবে অরিজিতের শো।
এবার এ নিয়ে মুখ খুললেন তৃণমূলের তারকা সাংসদ শত্রুঘ্ন সিনহা। ‘বিহারীবাবু’ স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত সংকীর্ণ রাজনীতিতে মাথা ঘামানোর মতো মানুষই নন। শিল্পীর স্বাধীনতা তিনি কখনো কাড়তে পারেনই না। আসানসোলের তৃণমূল সাংসদের কথায়, ‘আমি যতদূর জানি, বাংলার মুখ্যমন্ত্রী এবং সবার প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এসব তুচ্ছ রাজনীতির অনেক উর্দ্ধে। শুধুমাত্র একটি বিশেষ গান গাওয়ার জন্য কখনোই একজন গায়ককে তিনি আক্রমণ করতে পারেন না। উনি শিল্পের সমঝদার এবং শিল্পীর স্বাধীনতা কেড়ে নেওয়ার পক্ষপাতী নন।’
