কিছুদিন আগেই মহাত্মা গান্ধী এবং নরেন্দ্র মোদীকে এক আসনে বসিয়ে বিতর্ক তৈরি করেছিলেন বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশের স্ত্রী অমৃতা ফডনবিশ। আর এবার স্বামী বিবেকানন্দের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। যা নিয়ে শোরগোল পড়ে গেল সব মহলে।
বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনে শুক্রবার রাজ্যে আসার কথা ছিল মোদীর। কিন্তু হঠাৎ মা হীরাবেন মারা যাওয়ায় তাঁকে গুজরাত ছুটে যেতে হয়। গুজরাতের রাজভবন থেকেই সরকারি কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দেন মোদী। সেই প্রসঙ্গে বলতে গিয়েই বিজেপি সাংসদ জগন্নাথ বলেন, ‘আমাদের বাংলার স্বামী বিবেকানন্দ, তিনি সাধনায় দেখতে পেয়েছিলেন যে, ভারত জননী-জগৎ জননী রূপে প্রতিষ্ঠিত হতে চলেছে, আরেক নরেন সেই কাজটা প্র্যাকটিক্যালি করছেন। তিনি যদি সশরীরে আসতে পারতেন তাহলে খুবই ভাল লাগত। কিন্তু, মাতৃবিয়োগ হওয়ায় আসতে পারেনি।’
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ-ও বলেন, ‘বিবেকানন্দ থিওরি দিয়েছিলেন, ভবিষ্যতের কথা বলেছিলেন, পদব্রজে ভারতবর্ষ ভ্রমণ করেছেন, ভারতের রোগ নির্ণয় করেছেন, সমস্যা কোথায়, তাঁর বাণী-রচনার মাধ্যমে উল্লেখ করে গেছেন, শিক্ষাপদ্ধতি কি হওয়া উচিত তা-ও বলেছেন। আমাদের এই নরেন শিক্ষা পদ্ধতির আমূল পরিবর্তন করবেন, দেশকে এগিয়ে নিয়ে যাবেন, তাঁর চিন্তাধারার মাধ্যমে। স্বামী বিবেকানন্দ শিকাগো বক্তৃতায় যা বলেছিলেন, এর মধ্যে কোনও ফারাক কিছু নেই। তিনি থিওরি দিয়েছিলেন, প্র্যাকটিকালি নরেন্দ্র মোদী সেটা সম্পূর্ণ করছেন। এটা একটা অনুভবের ব্যাপার। যুক্তিতর্কে বিজ্ঞানে হবে না। আধ্যাত্বিক ভাবনা থাকতে হবে।’