বাংলায় প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই বেকারত্ব হ্রাসে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিল্পায়ন এবং কর্মসংস্থানই যে পাখির চোখ, তাঁর সরকারের আগের দু’দফায় তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। করোনা অতিমারি পরিস্থিতিতেও বাংলায় থেমে ছিল না কর্মসংস্থান। এর মধ্যেই ফের রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর। এবার যোগ্যদের চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিল স্কুল সার্ভিস কমিশন। অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের চাকরি দিচ্ছে এসএসসি। ইতিমধ্যেই কমিশনের পক্ষ থেকে কাউন্সেলিং-এর তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় ৬৫ জন প্রার্থীর নাম উল্লেখ রয়েছে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, গান্ধীমূর্তির নীচে অবস্থানকারীদের মধ্যে অনেকেই ডাক পেয়েছেন এই কাউন্সেলিংয়ের তালিকায়। এছাড়াও নবম-দশমে যে ১০২ জন ‘অযোগ্য’ প্রার্থী সুপারিশ পেয়েছিলেন, তাঁদেরও চাকরি দেওয়ার জন্য ডেকেছে এসএসসি। আগামী ৬ জানুয়ারি সকাল ১০টা থেকে শুরু হবে এই কাউন্সেলিং। এর আগে ১৮৩ জন তালিকা প্রকাশ করেছিল এসএসসি। তাতে দেখা যায় বেশ কিছু প্রার্থী শিক্ষকপদে কাজে যোগ দেননি। এরপরেই বিচারপতি ওই শূন্যপদগুলোতে শিক্ষক নিয়োগের নির্দেশ দেন। সেই অনুযায়ী বিজ্ঞপ্তি দিল এসএসসি।
