গেরুয়া শিবিরের নেতা-মন্ত্রীদের মুখে হামেশাই শোনা যায় নেশামুক্ত ভারত গড়ার কথা। কিন্তু এবার খোদ উত্তরাখণ্ডের বিজেপি সরকার ইংরেজি নতুন বছরে চার দিন ২৪ ঘণ্টাই মদের দোকান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। পর্যটকদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। স্বাভাবিক ভাবেই উত্তরাখণ্ডের বিজেপি সরকারের এই সিদ্ধান্তে বিতর্ক তৈরি হয়েছে।
উত্তরাখণ্ড প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে সেখানকার পর্যটনস্থলগুলির ৯০ শতাংশ পূর্ণ হয়ে গিয়েছে। ইংরেজি নতুন বছরের প্রথম দিনে তা ১০০ শতাংশ পার হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে গত দুবছর করোনার কারণে সেভাবে পর্যটক টানা যায়নি। সেজন্য এবছর আকর্ষণ বেড়েছে। তাছাড়া এবার আবহাওয়াও সেখানে মনোরম সঙ্গ দিয়েছে। সেসব কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। সচিব পর্যায়ের আধিকারিকের এক নির্দেশিকায় জানানো হয়েছে, ৩০ ডিসেম্বর থেকে আগামী ২ জানুয়ারি পর্যন্ত ২৪ ঘণ্টা সে সে রাজ্যে মদের দোকান খোলা থাকবে। রাজনীতির কারবারিরা এই নিয়ে সেখানকার বিজেপি সরকারকে বিঁধতে ছাড়ছে না।