ক্রমেই হিংসাত্মক চেহারা নিচ্ছে কর্ণাটক ও মহারাষ্ট্রের মধ্যে আন্তঃরাজ্য সীমানা বিরোধ। ঘটনাচক্রে দুই রাজ্যেই এখন বিজেপি ক্ষমতাসীন। কর্ণাটকে একক শক্তিতে, মহারাষ্ট্রে তারা প্রধান জোট শরিক। কিন্তু তা সত্বেও সীমান্ত গ্রামের দখলদারী নিয়ে কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। এই আবহে মুম্বইকে কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার দাবি তুলেছিলেন বিজেপি নেতা তথা কর্ণাটকের মন্ত্রী জে মধু স্বামী। আর তার জেরে নিজের দলের নেতাকেই নিশানা করলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফডনবিশ। তিনি সুষ্ট বলেন, ‘মুম্বই মারাঠিদের, কারও বাবার সম্পত্তি নয়।’ এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেও আক্রমণ শানান কর্ণাটককে। তিনি বলেন, ‘মহারাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে পারে না কর্ণাটক।’ এদিকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেছেন, ‘আমরা আমাদের জমি এক ইঞ্চিও কাউকে দেব না।’
প্রসঙ্গত, সম্প্রতি মহারাষ্ট্র বিধানসভায় সর্বসম্মতিতে বেলগাভি নিয়ে একটি প্রস্তাবনা পাশ হয়েছিল। এর প্রেক্ষিতে কর্ণাটক বিধানসভায় বিজের সুধা স্বামী বলেছিলেন, ‘বলা হচ্ছে যে তাঁরা (মহারাষ্ট্রের নেতারা) সিদ্ধান্ত নিয়েছেন যে বেলগাভিকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা উচিত। আমি তাদের বলতে চাই, দেশে এমন দু-তিনটি শহর রয়েছে যেগুলিকে কেন্দ্রশাসিত অঞ্চল করা যেতে পারে। তাদের মধ্যে শীর্ষে রয়েছে মুম্বই। বম্বে প্রেসিডেন্সির সময়কালে মুম্বই একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মতো ছিল… যদি এই লোকেরা দেশের মঙ্গল চায়, তবে তাঁদের বড় মনের পরিচয় দিয়ে বম্বেকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা উচিত।’ সুধা স্বামীর এহেন মন্তব্যে আপত্তি জানিয়ে মহারাষ্ট্র বিধানসভায় ফডনবিশ বলেন, ‘মুম্বাই মহারাষ্ট্রের, কারও বাপের নয়। কেউ মুম্বইয়ের ওপর দাবি জানালে তা সহ্য করব না আমরা। আমরা কর্ণাটক সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে আমাদের মত প্রকাশ করব।’
