বিতর্কের মুখে কেন্দ্র। ইতিমধ্যেই শুরু হয়েছে শোরগোল। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর ৫টি আঞ্চলিক কমিটিতে নেই বাংলার কোনও প্রতিনিধি। এ নিয়ে বুধবার সরব হয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এ বার ওই কমিটিতে রাজ্যের প্রতিনিধি রাখার দাবিতে ইউজিসি-কে চিঠি লিখবেন বলে জানালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস। দেশে উচ্চশিক্ষার প্রসার এবং শিক্ষানীতির পথনির্দেশক মানচিত্র তৈরি করতে ৫টি আঞ্চলিক কমিটি গঠন করেছে ইউজিসি। উত্তর-পূর্ব এবং পূর্বাঞ্চলের ওই কমিটিতে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির কোনও প্রতিনিধি নেই। এ নিয়ে এই কেন্দ্রীয় ওই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছেন বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য। এমনকী, ইউজিসিকে পক্ষপাতদুষ্ট বলে কটাক্ষ করেছেন তিনি।
উল্লেখ্য, বুধবার নিজের টুইটে ব্রাত্য লিখেছিলেন, ‘‘কেন্দ্রীয়, রাজ্য এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের নিয়ে অঞ্চলভিত্তিক মোট ৫টি কমিটি তৈরি করেছে ইউজিসি। ইউজিসি নির্দেশিত পথে কাজ করবে এই কমিটি।’’ তাঁর অভিযোগ, উত্তর-পূর্ব এবং পূর্বাঞ্চলের ৭ সদস্যের কমিটিতে বাংলার ৪০টি বিশ্ববিদ্যালয়ের এক জনও প্রতিনিধি নেই। অথচ একই সময় রাজ্যের স্বনামধন্য এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ‘অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ’-এর সভাপতি হিসেবে নিযুক্ত রয়েছেন।