চলছে উৎসবের মরশুম। তিনদিন পরেই বর্ষবরণ। পুরোনোকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানাতে মুখিয়ে রয়েছে রাজ্যবাসী। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উদযাপন। নানা পরিকল্পনাও প্রায় তৈরি। এবার উৎসব-আবহে শব্দদূষণ রুখতে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিলেন পরিবেশমন্ত্রী মানস ভুঁইয়া। ৩১শে ডিসেম্বর এবং ১লা জানুয়ারি রাজ্যে নিষিদ্ধ হিসেবে ঘোষিত হল শব্দবাজি। বাজানো যাবে না ডিজে-ও। বিধিভঙ্গকারীর বিরুদ্ধে প্রয়োজনে নেওয়া হতে পারে আইনানুগ ব্যবস্থাও। বুধবার মন্ত্রী মানস ভুঁইয়া জানান, ৩১শে ডিসেম্বর এবং ১লা জানুয়ারি রাত ৯টা থেকে ১১টা শব্দদূষণে যাতে মানুষের জীবন অতিষ্ঠ না হয়ে ওঠে সেদিকে নজর রাখতে হবে। নিষিদ্ধ যেকোনও ধরনের শব্দবাজি। ডিজে’র উপরেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। কেউ বিধিভঙ্গ করছে কিনা, সেদিকে কড়া নজর রাখতে হবে পুলিশকে।
এর পাশাপাশি, প্রত্যেকটি এলাকার কোন কোন জায়গা থেকে ডিজে ভাড়া দেওয়া হয়, তার বিস্তারিত রিপোর্টও ইতিমধ্যেই রাজ্যের প্রত্যেকটি থানার হাতে তুলে দেওয়া হয়েছে। সম্প্রতি ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার দুর্দান্ত জয়ের পরেও দেদার বাজতে থাকে শব্দবাজি। তার ফলে সমস্যায় পড়েন অনেকেই। ৩১শে ডিসেম্বর কিংবা ১লা জানুয়ারিও একই সমস্যা ভোগ করতে হবে বলেই আশঙ্কা শহরের প্রবীণ নাগরিকদের। তাই দিনকয়েক আগে শব্দতাণ্ডবের হাত থেকে রক্ষার আরজি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠান কলকাতার বিশিষ্ট প্রবীণ নাগরিকরা। তাঁরা আতসবাজি, শব্দবাজি, মিউজিক সিস্টেম, লাউডস্পিকার যথেচ্ছ ব্যবহারে ফলে শব্দদূষণের আশঙ্কার কথা চিঠিতে উল্লেখ করেছিলেন।