বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট বাংলায়। তার আগেই ফের সাংগঠনিক দুর্বলতায় জর্জরিত বঙ্গ বিজেপি। আরও একবার প্রকাশ্যে এল কর্মীর আকাল। খাতায় কলমে বুথ কমিটি আছে। বুথ কমিটিতে সদস্যও আছেন। কিন্তু খোঁজ নিতে গিয়ে দেখা যাচ্ছে যে, বহু সদস্যই আদতে কাল্পনিক! অর্থাৎ, বাস্তবে তাঁদের কোনও অস্তিত্বই নেই। এমতাবস্থায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বারবারই নির্দেশ দিচ্ছে, বুথস্তর থেকে দলের সংগঠনকে শক্তিশালী করতে হবে। বুথ কমিটিকে শক্তিশালী করতে হবে। কিন্তু সেই বুথ কমিটির খোঁজ নিতে গিয়েই চোখ কপালে উঠেছে গেরুয়া-নেতৃত্বের।
সূত্রের খবর, পদ্মের বুথ কমিটির সদস্যের তালিকায় বিস্তর জল মেশানো রয়েছে। রাজ্য কমিটির কাছে বুথ কমিটির সদস্য তালিকায় তাঁদের নাম, ফোন নম্বরও রয়েছে। কিন্তু, যোগাযোগ করতে গেলে দেখা যাচ্ছে অনেক সদস্যেরই কোনও অস্তিত্ব নেই। পঞ্চায়েত ভোটের আগে এমন রিপোর্টে কার্যত দিশেহারা বিজেপির রাজ্য কমিটি। অবিলম্বে বুথ কমিটি সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো হয়েছে জেলা নেতৃত্বের কাছে। নতুন তালিকা পেলেই শুরু হবে খতিয়ে দেখার প্রক্রিয়া, সূত্র অনুযায়ী জানা গিয়েছে এমনটাই।