মোদীর সাধের বন্দে ভারত এক্সপ্রেসের যেন শনির দশা চলছে! কিছুদিন আগেই মোষের পালের ধাক্কায় গৈরতপুর-বতবা স্টেশনের মাঝে ক্ষতিগ্রস্ত হয়েছিল ভারতে তৈরি এই সেমি হাই স্পিড ট্রেনটি। তার পর একবার গরু এবং একবার ষাঁড়ের গুঁতো খেয়ে দুর্ঘটনার কবলে পড়েছিল। আর এবার এই ট্রেনের ধাক্কায় প্রাণ গেল তিন বছরের এক শিশুকন্যার। মঙ্গলবার পাঞ্জাবের রোপার এলাকায় কিরাতপুর সাহিবের কাছে এই ঘটনা ঘটতেই তীব্র চাঞ্চল্য ছড়ায়।
রেল সূত্রে খবর, হিমাচলের উনা থেকে নয়াদিল্লী রওনা দিয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস। পাঞ্জাবের রোপার এলাকায় ট্রেনটি পৌঁছতেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। বাবার পিছু নিয়ে রেল লাইন পার হচ্ছিল ওই খুদে। কিন্তু বাবা পেরিয়ে গেলেও পিছিয়ে পড়ে শিশুকন্যাটি। বাবা জানতেনই না তাঁর পিছন পিছন আসছিল মেয়ে। আর তখনই দ্রুত গতিতে তাকে ধাক্কা দিয়ে চলে যায় বন্দে ভারত। বেঘোরে প্রাণ হারায় একরত্তি। উল্লেখ্য, গত নভেম্বরে গুজরাতের আনন্দ এলাকার কাছে এই বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কাতেই প্রাণ হারিয়েছিলেন এক মহিলা।