আগামী শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আসছেন। শহরে তাঁর অন্যতম কর্মসূচি হল গঙ্গা পরিষদের বৈঠকে যোগদান। ওই বৈঠকে গঙ্গা অববাহিকায় অবস্থিত সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ওই বৈঠকে যোগ দেবেন না। তিনি উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে বৈঠকে যোগ দিতে পাঠাচ্ছেন।
গত ১৭ ডিসেম্বের কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় নবান্নে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন। ওই বৈঠকও বিহারের মুখ্যমন্ত্রী এড়িয়ে যান। সেবারও বৈঠকে বিহারের প্রতিনিধিত্ব করেন উপমুখ্যমন্ত্রী তেজস্বী।
কলকাতায় অনুষ্ঠিত পর পর দুটি বৈঠক নীতীশের এড়িয়ে যাওয়ার সঙ্গে বাংলা-বিহার সম্পর্কের কোনও বিষয় নেই। নীতীশের ঘনিষ্ঠ মহলের ব্যাখ্যা, বিজেপির সঙ্গ ছেড়ে আসা নীতীশ ২০২৪-এর লোকসভা ভোটের আগে মোদী, শাহদের মতো বিজেপির প্রথমসারির নেতাদের সঙ্গে এক ফ্রেমে থাকতে চাইছেন না। নিজেকে তিনি অবিজেপি শিবিরের প্রধান মুখ করে তোলার বাসনা নিয়ে এগোচ্ছেন।