ফের পদ্মশিবিরকে একহাত নিলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। বললেন, “বিজেপিকর্মীদের বলব হামলা করবেন না। যদি করেন তাহলে স্বাস্থ্যসাথী কার্ড সঙ্গে আনবেন চিকিৎসা করিয়ে পাঠিয়ে পাঠাব।”
প্রসঙ্গত, নন্দীগ্রামে বিজেপি কর্মীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে নন্দীগ্রামে। মহেশপুরের এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে পদ্মশিবির। গোটা ঘটনার কার্যকারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এপ্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে নন্দীগ্রাম সমবায় নির্বাচনে বিজেপির হারের প্রসঙ্গ তুলে কটাক্ষ করেন কুণাল। “১২-শূন্য হারার পর থেকে বিজেপি প্ররোচনা দিচ্ছে। আমাদের নির্দেশ আছে কোথাও মারামারি জড়াবেন না। তবুও মারধর হলে অনেক সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়। বিজেপি কর্মীদের বলব হামলা করবেন না। যদি করেন তাহলে স্বাস্থ্যসাথী কার্ড সঙ্গে আনবেন চিকিৎসা করিয়ে পাঠিয়ে পাঠাব”, জানান তিনি।