হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে পশ্চিম বাংলায় প্রথম বন্দে ভারত দ্রুত চালু করতে চায়ছে কেন্দ্র। কাগজে-কলমে বন্দে ভারত এক্সপ্রেসের সর্বাধিক গতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার। কিন্তু বাংলায় এই একপ্রেসের সর্বাধিক গতি হতে চলেছে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। তাও আবার কিছু সময়ের জন্য। তবে গড় গতিবেগ হতে চলেছে ৭২ কিলোমিটার। তাই নিয়ে উঠছে প্রশ্ন।
বন্দে ভারতের গতি বাড়ানোই যদি না হয় তাহলে কেন তড়িঘড়ি এই এক্সপ্রেস বাংলায় চালু করা হচ্ছে? সে ক্ষেত্রে কি ২০২৪-এর লোকসভা ভোটের লক্ষ্যে এই উদ্যোগ কেন্দ্রের? এমনই প্রশ্ন ঘোরাফেরা করছে বিভিন্ন মহলে।
রেল সূত্রের খবর, হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে এই এক্সপ্রেসের সর্বাধিক গতি থাকবে ডানকুনি এবং খানা জংশনের মধ্যে। এখানে গতি থাকবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। তারপর থেকেই গতি কমতে থাকবে। সেক্ষেত্রে গতি হতে পারে ঘণ্টায় ৭০ থেকে ৯০ কিলোমিটার। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির দূরত্ব ৫৬৬ কিলোমিটার। এই রুটে শতাব্দী এক্সপ্রেস পৌঁছতে সময় লাগে ৮ ঘণ্টা ২০ মিনিট। সেই হিসেবে এই রুটে বন্দে এক্সপ্রেস চালু হলে তা পৌঁছতে সময় লাগবে ৮ ঘণ্টা অর্থাৎ মাত্র ২০ মিনিট সময় সাশ্রয় হচ্ছে।
অনেকেরই মতে ঠিকমতো পরিকাঠামো এবং লাইনের স্বাস্থ্যের উন্নতি না করেই তড়িঘড়ি করে এই ট্রেন চালু করা হচ্ছে। তাতে লোকসভা ভোটের রাজনীতিকেই দেখছেন বিরোধীরা। একইভাবে গুজরাত, কর্ণাটকে বিধানসভা ভোটের দিকে নজর রেখেই বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হয়েছে।