বেশ কিছুদিন ধরেই চীনে হু হু করে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। যা নিয়ে নতুন করে মাথাব্যথা শুরু হয়েছে গোটা বিশ্বের। ওমিক্রনের সাব ভ্যারিয়েন্টের দাপটে করোনার এই বাড়বাড়ন্তের পর সতর্ক হয়েছে ভারতও। ইতিমধ্যেই তড়িঘড়ি জরুরি বৈঠক করে কোভিড মোকাবিলার ব্লু প্রিন্ট ছকে ফেলেছে কেন্দ্র। ইতিমধ্যে একাধিকবার সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা সেরেছেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। শুক্রবার সন্ধ্যায় বৈঠকের পর ঠিক হয়েছে, আপৎকালীন পরিস্থিতিতে করোনা মোকাবিলায় এই মুহূর্তে কতটা প্রস্তুত দেশের বিভিন্ন হাসপাতাল, তা ঘুরে দেখা হবে। কেন্দ্রের তৈরি কোভিড ম্যানেজমেন্ট টিম আগামী ২৭ তারিখ এই ‘ড্রিল’ করবে।
এর আগে প্রধানমন্ত্রী মোদী জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য হাসপাতালগুলিতে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার, পিপিই কিট, ভেন্টিলেটরের মতো মজুত করার নির্দেশ দিয়েছিলেন। প্রয়োজনে কোথাও কোথাও পরিকাঠামো উন্নয়নের কথাও বলেন। তাঁর কথামতো প্রস্তুতি নেওয়া হল কি না, তা খতিয়ে দেখতে আগামী ২৭ তারিখ পরিদর্শন করবে কেন্দ্রীয় দল। সরকারি, বেসরকারি বিভিন্ন হাসপাতালে ঘুরবেন তাঁরা। এই প্রস্তুতির পাশাপাশি সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কয়েকটি স্বাস্থ্যবিধি ইতিমধ্যেই লাগু হয়েছে। দক্ষিণ কোরিয়া, চীন, ব্রাজিলের মতো দেশ থেকে আসা যাত্রীদের বিমানবন্দরেই র্যানডম টেস্ট শুরু হয়েছে।
