মর্মান্তিক দুর্ঘটনা ঘটল উত্তর সিকিমের জেমা-য়। যার জেরে মৃত ১৬ ভারতীয় সেনাবাহিনীর জওয়ান। সেনা সূত্রে জানা যায়, শুক্রবার সেনাবাহিনীর ৩টি ট্রাক চাত্তেন থেকে থাঙ্গুর দিকে যাচ্ছিল। পথে লাচেন থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে জেমার কাছে বাঁক নিতে গিয়ে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক খাদে গড়িয়ে পড়ে।
ঘটনার পর তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু হয়। ৩ সেনাকে গুরুতর জখম অবস্থায় এয়ারলিফ্ট করে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলেই ৩ জুনিয়র কমিশনড অফিসার ও ১৩ জন জওয়ান প্রাণ হারান।
