সম্প্রতি চীনে নতুন করে বাড়বাড়ন্ত শুরু হয়েছে করোনার। প্রতিদিন হু হু করে বাড়ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে সমস্ত আশঙ্কাকে সত্যি করে ভারতেও হানা দিয়েছে করোনা ভাইরাসের নতুন উপজাতি বি.এফ-৭। আক্রান্ত বেশ কয়েকজন। আর তারপরই আমজনতার মনে প্রশ্ন, আবার কি লকডাউন হবে দেশে? তারই জবাব মিলল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে। আইএমএ-র তরফে ডঃ অনিল গোয়েল একটি সাক্ষাৎকারে স্পষ্ট জানালেন, লকডাউনের কোনও প্রয়োজন নেই। তাঁর মতে, ৯৫ শতাংশ মানুষের টিকা নেওয়া। এছাড়া ভারতীয়দের রোগ প্রতিরোধ ক্ষমতা চীনাদের থেকে অনেকটাই বেশি। করোনার নয়া সাব ভ্যারিয়েন্টের সঙ্গে যুঝে নিতে পারবেন তাঁরা। তাই লকডাউনের কোনও সম্ভাবনা নেই।
ডঃ গোয়েলের আরও পরামর্শ, থ্রি-টি অর্থাৎ টেস্টিং, ট্রিটিং, ট্রেসিং বা নমুনা পরীক্ষা, শনাক্তকরণ ও চিকিৎসার মাধ্যমে যেভাবে আগে করোনা প্রতিরোধ করা হয়েছিল, এবারই সেই নিয়ম ফেরাতে হবে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বি.এফ-৭ এর সংক্রামক ক্ষমতা অনেকটা বেশি। তবে তা প্রাণঘাতী নয়। তাই সাবধানতা অবলম্বনই তাকে প্রতিরোধ করার পক্ষে যথেষ্ট বলে মত স্বাস্থ্য মহলের বড় অংশের। পরামর্শ তেমনই। ডক্টর গোয়েলের কথাতেই স্পষ্ট, চীনের মতো ভারতে নতুন করে লকডাউনের কোনও প্রয়োজন নেই। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনেরও পরামর্শ তেমনই। ডক্টর গোয়েলের কথাতেই স্পষ্ট, চীনের মতো ভারতে নতুন করে লকডাউনের কোনও প্রয়োজন নেই।
