শনিবার নবান্ন সভাঘরে বৈঠক করতে এসেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই পূর্বাঞ্চলের রাজ্যগুলির মুখ্যমন্ত্রী-মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন অমিত। সেই বৈঠক হয় নবান্নের পাশের নবান্ন সভাঘরে। বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর অনুরোধেই শাহ যান নবান্নের ১৪ তলায়। সেখানে একান্তে বৈঠক হয় দু’জনের মধ্যে।
সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সঙ্ঘাতের ঘটনা কোনও নতুন বিষয় নয়। যুক্তরাষ্ট্রিয় পরিকাঠামোয় আঘাত থেকে শুরু করে বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একাধিকবার সঙ্ঘাত হয়েছে মমতার। এ বার তাঁরাই পরস্পরের মুখোমুখি।
বাংলার সঙ্গে তিনটি দেশের সীমান্ত রয়েছে। ফলে অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বহু বিষয় বাংলার জন্য গুরুত্বপূর্ণ। সেই প্রসঙ্গে কোনও আলোচনা হওয়া অসম্ভব নয়। আবার কেন্দ্র-রাজ্য সম্পর্কে এখন উপর উপর একটা সংঘাত দেখা যাচ্ছে। বাংলার বিভিন্ন প্রকল্পে কেন্দ্র বরাদ্দ আটকে রেখেছে। আবার অমিত শাহর আস্থাভাজন নেতা শুভেন্দু অধিকারী প্রায়ই দিল্লির নাম নিয়ে বাংলার আইএএস এবং আইপিএস অফিসারদের হুঁশিয়ার করার চেষ্টা করছেন। তৃণমূল যাকে বলছে, চমকানো বা ভয় দেখানোর চেষ্টা করছেন শুভেন্দু। এই সব বিষয়ও আলোচনায় উঠে আসতে পারে।