আবারও সেতু বিপর্যয়ের সাক্ষী থাকল গুজরাত। এখনও দগদগে মোরবি ক্ষত। সেইদিন রাতে মৃত মানুষগুলির হাহাকারের শব্দে আজও ভারি হয়ে ওঠে আকাশ বাতাস। মোরবি নিয়ে এখনও চলছে রাজনৈতিক কাদা ছোঁড়াছুড়ি। সরগরম টুইট যুদ্ধও। এরই মধ্যে আরও এক সেতু ভেঙে পড়ল গুজরাতে। তবে জানা যাচ্ছে, সেতুটি তৈরি হচ্ছিল।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ১৫ সেকেন্ডের ভিডিও৷ সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি সেতু তৈরির কাজ চলছে। সেতুটির উপরে রয়েছে একটি জিসিবিও। হঠাৎই মাঝ বরাবর ভেঙে যায় সেটি। হুমড়ি খেয়ে পড়ে জেসিবিটিও। জানা যাচ্ছে এই ঘটনাটি ঘটেছে গুজরাতের বনাসকান্ঠা এলাকায়। তবে এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
গুজরাতের মোরবিতে সেতু বিপর্যয় নিয়ে উঠে আসে একের পর এক গাফিলতির অভিযোগ। সংস্কারে নিম্নমানের জিনিস ব্যবহার থেকে শুরু করে যে ঠিকাদার সংস্কার কাজ করছিল, তাদের যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠছে। সেতুটির লোকধারণের ক্ষমতা কত, তা বিবেচনা না করেই সেতুটি খুলে দেওয়া হয় বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ১৪৩ বছরের পুরনো সেতুটি সাত মাস ধরে সংস্কারের পরে সদ্য খোলা হয় দুর্ঘটনার আগের সপ্তাহেই। তার পরেই ঘটেছে মর্মান্তিক বিপর্যয়, মৃত্যু মিছিল।