বড় সমস্যার মুখে পড়তে চলেছেন যাত্রীরা। আজ থেকেই ফের বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন। যার যেরে ভোগান্তি সইতে হতে পারে যাত্রীদের। হাওড়া-বর্ধমান কর্ড সেকশনের চন্দনপুর, কামারকুন্ডু, এবং বারুইপাড়া লাইনে ইন্টার লকিংয়ের কাজ চলার কারণে ইএমইউ ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ই ডিসেম্বর শুরু হয়ে ২৮ ডিসেম্বর পর্যন্ত বাতিল থাকবে ট্রেনগুলি। তবে এই প্রথম নয়, কয়েকদিন আগেও চতুর্থ লাইনের কাজের জন্য বন্ধ ছিল এই তিনটি স্টেশনের ট্রেন চলাচল। ২৯ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকার পর ফের চালু হয় পরিষেবা।
উল্লেখ্য, কয়েকদিন ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও আবারও লাইনে কাজের জন্য রেলের তরফে এই তিনটি স্টেশনে কয়েকদিনের জন্য ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, কামারকুন্ডু, বারুইপাড়া, চন্দনপুর, হাওড়া-বর্ধমান কর্ড লাইনের অন্যতম ব্যস্ত রেলস্টেশন। নিত্যদিন বহু অফিস যাত্রী, পড়ুয়া থেকে শুরু করে বহু মানুষের যাতায়াত এই স্টেশনগুলিতে। ফলত, আগামী ১৩ দিন ট্রেন বাতিলের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ কিছুটা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
এই কয়েকদিন হাওড়া থেকে যে ইএমইউ লোকালট্রেন বাতিল থাকবে তা হল :
৩৬৮২৭, ৩৬০৮৩, ৩৬০৮৫, ৩৬০১১, ৩৬০৭১ মশাগ্রাম থেকে- ৩৬০৮৪,৩৬০৮৬ বর্ধমান থেকে-৩৬৮৪০ গুড়াপ থেকে-৩৬০৭২ বারুইপাড়া-৩৬০১২।