দেশে ফের মাথাচাড়া দিল উগ্র হিন্দুত্ববাদের আঁচ। এবার বিতর্ক শুরু বলিউডের ‘পাঠান’ ছবিটি নিয়ে। সম্প্রতিই মুক্তি পেয়েছে ছবির প্রথম গানের ভিডিও। এই গানের দৃশ্যায়নে অভিনেত্রী দীপিকা পাডুকোনের গেরুয়া বিকিনিতে নাচ দেখে কার্যত তেলেবেগুনে জ্বলে উঠেছেন হিন্দুত্ববাদীরা। ‘পাঠান’ বয়কটের ডাক থেকে শাহরুখ-দীপিকাকে তুলোধনা করতে ছাড়ছেন না তারা। তালিকায় রয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র থেকে হিন্দু মহাসভার সভাপতি স্বামী চক্রপাণী মহারাজ। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এমনও ইঙ্গিত দিয়েছেন, রাজ্যে নিষেধাজ্ঞা জারি হতে পারে ‘পাঠান’ ছবিটির উপর। বুধবার মধ্যপ্রদেশের ইন্দোর শহরে শাহরুখ-দীপিকার এই ছবির বিরোধিতায় চলল প্রদর্শন। হিন্দু সংগঠন বীর শিবাজি গ্রুপের তরফে শাহরুখ-দীপিকার কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে পাঠানের এই গান, এমন দাবি তুলে এই ছবি বয়কটের দাবি তোলেন বিক্ষোভকারীরা। আগামী বছর জানুয়ারি সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিটি মুক্তি পেতে চলেছে।
এপ্রসঙ্গে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার কটাক্ষ করে বলেন, “দীপিকা এমনিতেও টুকরে টুকরে গ্যাং-এর সদস্যা। আপত্তিকর দৃশ্য ছবি থেকে ছেঁটে না ফেললে মধ্যপ্রদেশে পাঠান মুক্তি পাবে কিনা সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।” তিনি আরও বলেন, “দূষিত মানসিকতা থেকে তৈরি এই গান তা স্পষ্ট বোঝা যাচ্ছে। গানের দৃশ্যায়নে যে পোশাক দীপিকা পাড়ুকোন পরেছেন তা প্রচণ্ড আপত্তিকর।” উল্লেখ্য, বলিউডের ছবি নিয়ে নরোত্তম মিশ্রার আপত্তি নতুন নয়। এর আগেও বহু বলিউড নির্মাতাদের সচেতন করেছেন তিনি। ‘আদিপুরুষ’ ছবির ট্রেলার দেখেও তিনি সচেতনতার বার্তা দিয়েছিলেন নির্মাতাদের। জানিয়েছিলেন, “আপত্তিকর দৃশ্য বদলে না ফেললে আইনি ব্যবস্থা নেওয়া হবে ছবির বিরুদ্ধে।” স্বাভাবিকভাবেই তাঁর এহেন আপত্তির পর শুরু হয়েছে নিন্দার ঝড়। বিজেপির সমালোচনাতেও সরব হয়েছে একাধিক মহল।