পুলিশের অনুমতি ছাড়াই আসানসোলে আয়োজিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণের অনুষ্ঠানে বিশৃঙ্খলার দায় কার, তা নিয়ে চলছে জোর তরজা। স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় রাজ্যের শাসকদল দুষছে শুভেন্দুকেই। বিজেপির অন্দরেও ভিন্ন মত। দিলীপ ঘোষ এই ঘটনার জন্য শুভেন্দুকেই খানিকটা দায়ী করেছেন। পুলিশের পাশাপাশি খোদ শুভেন্দুরও নিরাপত্তার বিষয়ে ভাবা উচিত ছিল বলেই মনে করছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি।
বৃহস্পতিবার সকালে দিলীপ ঘোষ বলেন, ‘পুলিশের উপর ভরসা করে এই ধরনের অনুষ্ঠান করা ঠিক না। আরও প্রস্তুতি প্রযোজন ছিল। এ রাজ্যের মানুষ কিছু পাবে শুনলে দৌড়ায়। লক্ষীর ভাণ্ডারেও এই ধরনের ঘটনা ঘটেছে। দান খয়রাতি মানবতার অপমান। কিছু পাওয়ার লোভ দেখিয়ে মানুষকে টেনে আনা আমি সমর্থন করি না। গরিবকে সাহায্য করার অন্য নানারকম উপায় আছে’।
যদিও তার আগে বুধবার রাতেই শুভেন্দু অধিকারী এক প্রেস বিবৃতিতে বলেন, ‘আমি এই ঘটনার জন্য কাউকে দোষারোপ করছি না। তবে আমি চলে আসতেই পুলিশ নিরাপত্তার বন্দোবস্ত তুলে নেওয়ায় ওই বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে’। শুভেন্দু এবং দিলীপের ভিন্ন মত নিয়ে স্বাভাবিকভাবেই কানাঘুষো শুরু হয়েছে। দিলীপের মন্তব্যকে হাতিয়ার করেই প্রশ্ন উঠছে, তবে কি বঙ্গ বিজেপির অন্তর্দ্বন্দ্বই আরও একবার প্রকট হল?