ভারত চিন সংঘর্ষ ইস্যুতে উত্তাল সংসদ। মঙ্গলবারের পর সোমবারও এই মর্মে আলোচনা চেয়ে সরব হন বিরোধীরা। হইহট্টোগোলের মাঝেই ওয়াকআউট করেন সোনিয়া গান্ধী সহ কংগ্রেসের সাংসদরা। ওয়াকআউট করেছেন তৃণমূল সাংসদরাও।
এদিন লোকসভা অধিবেশনের আগেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে একটি বিরোধী শিবিরের বৈঠক বসে। সেখানেই সংসদে অরুণাচলের সংঘর্ষ নিয়ে আলোচনার রূপরেখা তৈরি করা হয়েছে বলে মনে করা হচ্ছে। সেই মতো অধিবেশনের শুরুতেই কেন্দ্রীয় সরকারের কাছে এই ইস্যুতে বিস্তারিত আলোচনা চাওয়া হয়। আর তাতেই লোকসভা কক্ষে হইচই শুরু হয়ে যায়। পরবর্তীতে ওয়াকআউট করে বিরোধীরা।
অরুণাচলের তাওয়াং সেক্টরের সংঘর্ষ নিয়ে উত্তেজনার পারদ ক্রমশই চড়ছে। সরাসরি এর আঁচ এসে পড়েছে সংসদের শীতকালীন অধিবেশনে। বিরোধী দলের অনেক সাংসদের অভিযোগ, ভারত চিন উত্তেজনা নিয়ে সংসদে তাঁদের কথা বলার জন্য উপযুক্ত সুযোগ দেওয়া হচ্ছে না। বিরোধীদের একত্রিত করে সরকারকে চাপ দেওয়ার কৌশল নিয়ে আলোচনা করতেই এদিন স্ট্র্যাটেজি বৈঠক করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
মঙ্গলবারই অরুণাচলপ্রদেশের তাওয়াং সেক্টরে গত ৯ ডিসেম্বর ভারত চিন সেনার মধ্যে হিংসাত্মক সংঘর্ষের বিষয়ে সংসদে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছেন। খাড়গের অভিযোগ, সরকার শুধু নীরব দর্শক হয়েই রয়ে গিয়েছে। সরকার বিষয়টি উপেক্ষা করে চলেছে। কংগ্রেস সভাপতি বলেন, ‘আমরা ক্রমাগত চিনের সঙ্গে চলমান সংঘাতের বিষয়টি সংসদে উত্থাপন করছি। আজও আমরা আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু, আমাদের পর্যাপ্ত সুযোগ দেওয়া হচ্ছে না। যা অনভিপ্রেত’।