পাতিদার আন্দোলনের অন্যতম মুখ হার্দিক প্যাটেলের ঠাই হল না গুজরাতের মন্ত্রিসভায়। যা নিয়ে তিনি নাকি অসন্তুষ্ট। হার্দিক একা নন, কংগ্রেসত্যাগী আরেক বিজেপি বিধায়ক অল্পেশ ঠাকোরকেও রাখা হয়নি মন্ত্রিসভায়।
বিজেপি সূত্রের খবর, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আনতে প্রধান ভূমিকা নিয়েছে দলিত, পাতিদার এবং ওবিসিরা। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে মন্ত্রিসভাতেও সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি রয়েছে এদেরই।
এ বারের গুজরাত মন্ত্রিসভায় সব থেকে বেশি প্রতিনিধিত্ব রয়েছে ওবিসি সমাজের। গতকাল মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেলের সঙ্গেই মন্ত্রী পদে শপথ নেন ১৬ জন। এদের মধ্যে ৭ জন ওবিসি সম্প্রদায়ের। প্রতিনিধিত্বের নিরিখে দ্বিতীয় স্থানে প্যাটেলরা।
মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল-সহ পাটিদার সম্প্রদায়ের মোট ৪জন মন্ত্রী পদে শপথ নিয়েছেন। গুজরাতে রাজনৈতিকভাবে সবচেয়ে প্রভাবশালী এই সম্প্রদায়। তবে পাটিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেলকে মন্ত্রী করা হয়নি। আসলে কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়া হার্দিককে বিজেপির অন্দরেই অনেকে পছন্দ করেন না। সম্ভবত, সেকারণেই প্রথম দফায় তাঁকে মন্ত্রিত্ব দেওয়া হয়নি। প্রকাশ্যে কিছু না বললেও মন্ত্রিত্ব না পাওয়া নিয়ে নাকি ঘনিষ্ঠ মহলে অসন্তোষ প্রকাশ করেছেন। আরেক বড় মুখ অল্পেশ ঠাকোরও মন্ত্রিত্ব পাননি।