প্রায় শেষ পর্যায়ে বিশ্বকাপ। বাকি রয়েছে দুটি সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারক ম্যাচ ও ফাইনাল। শেষ চারের লড়াইয়ে নামতে চলেছে ক্রোয়েশিয়া, আর্জেন্টিনা, মরক্কো ও ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিরুদ্ধে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে পর্তুগাল। এবার দলের ব্যর্থতার দায় কোচ ফের্নান্দো স্যান্টোসের উপর চাপালেন পর্তুগালের প্রাক্তন ফুটবলার লুই ফিগো। কিংবদন্তির মতে, রোনাল্ডোকে বসিয়ে রেখে ভুল করেছেন স্যান্টোস। ‘‘রোনাল্ডোকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রেখে বিশ্বকাপ জেতা যায় না। হতে পারে আপনি সুইৎজারল্যান্ডকে হারিয়েছেন। ভাল কথা। কিন্তু এ ভাবে প্রতি ম্যাচ জেতা যায় না। রোনাল্ডোকে বসিয়ে রাখার সিদ্ধান্ত ভুল। এই হারের দায় দলের কোচ ও ম্যানেজমেন্টের’’, বক্তব্য ফিগোর।
তবে স্যান্টোস জানিয়েছেন, রোনাল্ডোকে বসিয়ে কোনও ভুল করেননি তিনি। মরক্কো ম্যাচের পরে সাংবাদিক বৈঠকে স্যান্টোস বলেছেন, “রোনাল্ডোকে বসানোর জন্য কোনও আক্ষেপ নেই আমার। ভেবেচিন্তে যদি দল না গঠন করি, তা হলে কিছুই হবে না। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে যে দলটা দারুণ খেলেছে, সেটাই খেলিয়েছি। সেই দল মরক্কোর বিরুদ্ধে বদলানোর কোনও কারণ ছিল না।” দেশের হয়ে ১৯৫টি ম্যাচ খেলেছেন রোনাল্ডো। আর খেলবেন কি না জানা নেই। বিশ্বকাপের ম্যাচে আবেগ নয়, পরিকল্পনা করেই রোনাল্ডোকে তিনি বসিয়েছিলেন বলে জানিয়েছেন স্যান্টোস। “কৌশলের খাতিরে এই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন ছিল। কিন্তু হৃদয় দিয়ে সিদ্ধান্ত নিলে চলবে না। মস্তিষ্ক কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিতে হবে। রোনাল্ডো আর ভাল ফুটবলার নয় এমন কথা কখনওই বলছি না। ওকে বসানোর সঙ্গে এর কোনও সম্পর্ক নেই”, জানিয়েছেন পর্তুগিজ কোচ।