সোমবার সিবিআই হেফাজতে আচমকাই মৃত্যু হয় বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের। এই নিয়ে একদিকে যেমন শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। তেমনই লালনের গ্রাম রামপুরহাটের বগটুই বাসিন্দারা আবার সরাসরি সিবিআইয়ের দিকেই আঙুল তুলছেন। সিবিআইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগও করছে তাঁর পরিবার। লালনের স্ত্রী রেশমা বিবি জানিয়েছেন, সোমবার দুপুরে লালনকে সঙ্গে নিয়ে বগটুই গ্রামে এসে সিবিআই আধিকারিকরা তাঁকে খুন করে দেওয়ার হুমকি দেন বলেও অভিযোগ করেছেন তিনি। অভিযুক্তদের শাস্তি না হওয়া পর্যন্ত দেহ নেবে না বলেই জানিয়েছেন রেশমা। পাশাপাশি সিআইডি তদন্তের দাবি জানানো হয়েছে।
সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই মৃতের পরিবার দাবি করে খুন করা হয়েছে তাদের বাড়ির ছেলেকে। সিবিআইকে কাঠগড়ায় তুলে লালনের স্ত্রী বলেন, ‘ভাস্কর ও বিলাস আমার স্বামীকে বাড়িতে নিয়ে এসেছিল। খুব মেরেছিল। ও আমাকে বলেছিল, আজ দেখে নাও। এটাই হয়তো আমাদের শেষ দেখা। আমাকে ওরা মেরে ফেলবে।’ লালনের স্ত্রী রেশমা বিবির দাবি, তাঁদের ছেলেকে খুনের হুমকি দিয়েছিল সিবিআই আধিকারিকরা। মেয়ের সম্মানহানির হুমকিও দিয়েছিল। লালনের জিভ কেটে দেওয়া হয়েছিল সিবিআই হেফাজতে, এমন বিস্ফোরক দাবিও করেছে পরিবার। রেশমার সাফ কথা, অভিযুক্তদের শাস্তি না হলে দেহ নেবেন না। সিআইডি তদন্তের আরজিও জানিয়েছেন।