সংসদে জন্ম নিয়ন্ত্রণ বিল এনেছিলেন। বিলের দাবি, কারও যেন দু’জনের বেশি সন্তান না হয়। তবে তাঁর নিজেরই সন্তানের সংখ্যা ৪! তিনি বিজেপির তারকা সাংসদ তথা অভিনেতা রবি কিষাণ। এবং তাঁর নিজের চারটি সন্তান হওয়ার জন্য তিনি এবার কংগ্রেসকেই দোষ দিলেন। রবি কিষাণ বলেন, ‘কংগ্রেস সরকার আগে বিল (জন্ম নিয়ন্ত্রণ বিল) আনলে আমি বন্ধ করে দিতাম।’
রবি কিষাণ বলেন, ‘এটা সত্যি যে আমার নিজের চারটি সন্তান আছে। তাই তাদের বড় করার সংগ্রাম আমি জানি। অনেক সংগ্রামের পর সাফল্যের স্বাদ পেয়েছিলাম আমি। প্রাথমিকভাবে, আমাদের কাজ বা টাকার মধ্যে থেকে যেকোনও একটিকে বেছে নিতে বলা হয়েছিল। এবং আমি সবসময় কাজ বেছে নিতাম, কারণ আমি জানতাম টাকা ঠিক আসবে।’
রবি কিষাণ বলেন, ‘আমার স্ত্রী লম্বা এবং রোগা ছিলেন। প্রথম এবং দ্বিতীয় প্রসবের পরে আমি তাঁর স্বাস্থ্যের অবনতি দেখেছি। আমি তখন কষ্ট করছিলাম ওপরে ওঠার জন্য। সব সময় শুটিং নিয়ে ব্যস্ত থাকতাম। একের পর এক সন্তান জন্ম নিল। তখন আমার মনে কোনও স্বচ্ছতা ছিল না। কিন্তু এখন আমি যখন সাফল্য অর্জন করেছি, ধন দৌলতের মালিক হয়েছি। এখন যখন আমি আমার স্ত্রীর দিকে তাকাই, আমার দুঃখ হয়। কংগ্রেস যদি এই বিল আনত, যদি আইন করা হত, তাহলে আমাদের ৪টি সন্তান হত না। এর জন্য দায়ী কংগ্রেস। কারণ সেই সময় ওদের সরকার ছিল, আমরা সচেতন ছিলাম না।’