এবারও অমিত শাহকে অভিযোগ থেকে রেহাই দিল নির্বাচন কমিশন গুজরাতের প্রচারে তাঁর বিরুদ্ধে ওঠা ধর্মীয় বিদ্বেষ ও উস্কানিমূলক বক্তব্যের জন্য নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ জমা পড়েছিল কমিশনে। কমিশন জানিয়েছে, মন্ত্রীর ভাষণের টেপ এবং বিশেষজ্ঞদের ব্যাখ্যা খতিয়ে দেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় আপত্তিজনক কিছু পাওয়া যায়নি।
গুজরাতে বিধানসভা নির্বাচনের প্রচারে গত ২৫ নভেম্বর অমিত শাহ বলেছিলেন, ‘এই ধরনের দাঙ্গার মাধ্যমে কংগ্রেস ভোট ব্যাঙ্ক শক্তিশালী করে সমাজের একটি বড় অংশের প্রতি অবিচার করেছে। কিন্তু ২০০২ সালে শিক্ষা দেওয়ার পর ওরা হিংসার পথ ছেড়ে দেয়। ওরা ২০০২ থেকে ২০২২ পর্যন্ত হিংসায় লিপ্ত হওয়া থেকে বিরত থেকেছে। যারা সাম্প্রদায়িক সহিংসতায় লিপ্ত ছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে বিজেপি গুজরাটে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করেছে।’
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ওই মন্তব্যের বিরুদ্ধে কমিশনে গুচ্ছ অভিযোগ জমা পড়েছিল। অনেকেই অভিযোগ করেছেন, অমিত শাহ ‘ওরা’ বলতে মুসলিমদের ইঙ্গিত করেছেন। ২০০২-এ দাঙ্গার সূত্রপাত হয়েছিল গুজরাতের গোধরায় অযোধ্যা ফেরত করসেবকদের ট্রেনে আগুন লাগানোর ঘটনায়। সেখান থেকে রাজ্যের বিস্তীর্ণ এলাকা জুড়ে দাঙ্গা ছড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে, দাঙ্গায় মদত ছিল প্রশাসনের।