বৃহস্পতিবার জামিন পাওয়ার পরেই ফের তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করেছে গুজরাত পুলিশ। এ নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। আজই গুজরাত ছুটে গিয়েছে তৃণমূলের একটি প্রতিনিধি দল। এবার এ নিয়ে মুখ খুললেন খোদ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইট করে কমিশনের ভূমিকা নিয়ে সরব হলেন তিনি। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপির কাছে বিকিয়ে গিয়েছে।
টুইটে অভিষেক লেখেন, ‘গুজরাত পুলিশ তিনদিনের ব্যবধানে দু’বার সাকেত গোখলেকে গ্রেফতার করল। তাও আবার সেসময় যখন আদর্শ নির্বাচন বিধি চলছে। নির্বাচন কমিশন পুরোপুরি আত্মসমর্পণ করে ফেলেছে। ধারাবাহিকভাবে বিজেপির অধীনে কাজ করছে। দেশের গণতন্ত্র ঘোর বিপদে।’