সম্প্রতি শুভেন্দু অধিকারীর মুখে বার বার শোনা গিয়েছে ডিসেম্বর তত্ত্ব। এরই মধ্যে বৃহস্পতিবার সন্ধেয় নতুন করে জল্পনা উস্কে দিয়ে বিরোধী দলনেতা বলেছেন, ‘১২, ১৪ ও ২১ ডিসেম্বর তারিখ তিনটিতে নজর রাখুন, নিশ্চয়ই কিছু ঘটবে। ওয়েট অ্যান্ড ওয়াচ।’ এর কিছুক্ষণ পরেই শুভেন্দুকে পালটা দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলীয় মুখপাত্র কুণাল ঘোষ।
বিরোধী দলনেতাকে কটাক্ষ করে কুণাল বলেন, ‘শুভেন্দু ট্রেনি জ্যোতিষী। দলের মধ্যেই কোণঠাসা হয়ে নিজেকে তুলে ধরার জন্য ফের একটা নতুন হুজুগ সামনে ঝুলিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা। আর যদি সত্যি সত্যিই ওই দিনগুলিতে কিছু হয়, তাহলে বুঝতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি বিজেপির দ্বারা পরিচালিত হচ্ছে।’
