আজ, ৯ ডিসেম্বর সোনিয়া গান্ধীর জন্মদিন। এদিন ৭৭-এ পা দিলেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী। এই মুহূর্তে রাজস্থানে রয়েছেন সোনিয়া। গতকালই জয়পুর পৌঁছেছেন। জানা গিয়েছে, সেখানে রণথম্ভরের জঙ্গলে জন্মদিন কাটাবেন তিনি। আজ যাবেন রাহুল ও প্রিয়াঙ্কাও।
এদিকে, আজ ভারত জোড়ো যাত্রার বিরতি। এই বিরতির সঙ্গে সোনিয়ার জন্মদিনের কোনও সম্পর্ক আছে কিনা তা জানা যায়নি। তবে যাত্রার সাত দশ দিন পরপর বিরতি দেওয়া হয়। মনে করা হচ্ছে সোনিয়ার জন্মদিনের কথা মাথায় রেখেই রুটিন সাজানো হয়েছিল।
জানা গিয়েছে, রাজস্থানে চারদিন থাকবেন সোনিয়া। আগামী ১২ তারিখ তিনি ভারত জোড়ো যাত্রায় পা মেলাবেন। অন্যদিকে, সোনিয়ার জন্মদিনের অনুষ্ঠানে আজ অংশ নেবেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট প্রমুখ।