কিছুদিন আগেই বিজেপি শাসিত কর্ণাটকের ডিজিপি ও আইজিপির কাছে তিনি অভিযোগ করেছেন, তাঁর কিছুটা চাষের জমি এলাকার জমি মাফিয়ারা দখল করে নিয়েছে। কিন্তু পুলিশ এই বিষয়ে কিছু করছে না। এবার এমনই অভিযোগ করলেন সঙ্গীতশিল্পী লাকি আলি।
প্রসঙ্গত, বহুদিন ধরেই বেঙ্গালুরুতে বসবার করেন ‘ও সনম’ খ্যাত শিল্পী লাকি। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, বেঙ্গালুরুর আইএএস অফিসার রোহিনী সিন্ধুরির স্বামী ওই জমি মাফিয়া গ্যাংয়ের সদস্য। আর সেই কারণেই তাঁর অভিযোগের ভিত্তিতে কোনও পদক্ষেপ পুলিশ করেনি। লাকি আলির আরও অভিযোগ, পুলিশ ও জমি মাফিয়াদের সঙ্গে জড়িত।
ফেসবুক পোস্টে লাকি এ-ও জানিয়েছেন যে জুরিসডিকশনাল এসিপির কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। তবে স্থানীয় পুলিশ জমি মাফিয়া সুধীর রেড্ডিকে সমর্থন করছেন বলে অভিযোগ তাঁর। বর্তমানে সুধীর দুবাইতে রয়েছেন বলেও জানিয়েছেন লাকি আলি।
সঙ্গীত শিল্পী বলছেন, তাঁর ক্ষেতের জমিতে জোর করে জমি মাফিয়ার দলের লোকডন ঢুকে পড়ছে। সেখানে ছোট বাচ্চা, মহিলারা রয়েছেন। ফলে আতঙ্ক থেকে যাচ্ছে। এদিকে দায় এড়িয়ে বেঙ্গালুরুর পুলিশ কমিশনার প্রতাপ রেড্ডি জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া পোস্টের ভিত্তিতে কোনও অভিযোগে সাড়া দেয় না পুলিশ।