কংগ্রেসের জন্য আশার খবর নিয়ে এল হিমাচল প্রদেশ। বিজেপিকে হারিয়ে আবার শৈল রাজ্যে ক্ষমতা দখলের পথে কংগ্রেস।
৬৮ আসনের হিমাচলে কংগ্রেস এগিয়ে রয়েছে ৩৯ আসনে, যার মধ্যে ২০ আসনে জয় নিশ্চিত হয়েছে। বিজেপি এগিয়ে ২৬ আসনে, যার মধ্যে ১৪ আসনে জয় নিশ্চিত হয়েছে। অন্যান্যরা এগিয়ে ৩ আসনে, যার মধ্যে ২ আসনে জয় নিশ্চিত হয়েছে। অরবিন্দ কেজরিওয়ালের আপ অবশ্য হিমাচলে খাতাই খুলতে পারেনি।
অন্যদিকে গুজরাতে ১৫৭ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। যার মধ্যে ৬৩ আসনে জয় নিশ্চিত হয়েছে। কংগ্রেস এগিয়ে ১৭ আসনে, যার মধ্যে ৫ আসনে জয় নিশ্চিত হয়েছে। প্রথমবার গুজরাতে লড়ে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি এগিয়ে রয়েছে ৪ আসনে, যার মধ্যে ১ আসনে জয় নিশ্চিত হয়েছে। আর অন্যান্যরা ইতিমধ্যে জিতে গিয়েছে ৪ আসন।
অপরদিকে, কংগ্রেসের ভোটে থাবা বসিয়ে বিজেপি-রই সুবিধা করে দিল আপ? গুজরাতের ফলে সেরকমই ইঙ্গিত মিলতে শুরু করেছে। গুজরাতে জয়ী হয়েছেন বিজেপির বিদায়ী মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। ২০১৭-র নিজের রেকর্ড ভেঙেছেন তিনি। ১ লক্ষ ভোটের বেশি মার্জিনে জয় পেয়েছেন তিনি। আগামী ১১ (রবিবার) বা ১২ ডিসেম্বর (সোমবার) শপথ নিতে পারেন ভূপেন্দ্র পটেল ও তাঁর মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা, এমনটাই সূত্রের খবর।