চারদিনের দিল্লি সফর শেষ করে বৃহস্পতিবারই কলকাতা পৌঁছাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
এসএসকেএম হাসপাতাল থেকে বিকেল সাড়ে চারটের সময় ভার্চুয়ালি কয়েকটি নতুন পরিষেবার উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর এসএসকেম হাসপাতালে ১০০ টি শয্যা বিশিষ্ট পেডিয়াট্রিক মেডিসিন ডিপার্টমেন্টের নতুনভাবে সংস্কার করা প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি স্পোর্টস মেডিসিন পরিষেবারও উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর।
পূর্ব ভারতের এই প্রথম সরকারিভাবে স্পোর্টস মেডিসিন পরিষেবার চালু করা হচ্ছে এসএসকেএম হাসপাতালেই। পাশাপাশি বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের ১২৮ স্লাইস সিটি স্ক্যান মেশিন,৩৩/৬ কেভি বৈদ্যুতিক সাব স্টেশনের উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর। দশতলা প্রাইভেট কেবিন বিল্ডিং এ ১২৪টি কেবল ছাড়াও রোগীদের জন্য বহির্বিভাগ ল্যাবরেটরি রেডিওলজিক্যাল সার্ভিস এবং অপারেশন থিয়েটারের ব্যবস্থা শিলান্যাস করার কথা মুখ্যমন্ত্রীর। তা ছাড়াও সাততলা হোস্টেল বিল্ডিং ১০ তলা ক্যান্সার হাব যেখানে অত্যাধুনিক ক্যান্সার চিকিৎসা সুযোগ পাওয়া যাবে।
পাশাপাশি ৫০ শয্যা বিশিষ্ট পুলিশ হসপিটাল-এর ক্রিটিকাল কেয়ার ব্লকে অপারেশন থিয়েটার, ডায়ালাইসিস, ইমার্জেন্সি, আইসোলেশন ওয়ার্ড প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। গত কয়েকদিন ধরেই মেডিকেল কলেজে নির্বাচনের দাবিতে ছাত্ররা আন্দোলন করছেন। বৃহস্পতিবার থেকে তারা অনশনেও নেমেছেন নির্বাচনের দাবিতে। এই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসকেএম হাসপাতালে যাওয়া বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এসএসকেএম হাসপাতাল থেকে স্বাস্থ্যপরিসেবার ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্তের কথা জানাতে পারেন এই দিনের অনুষ্ঠান থেকে বলেই মনে করছে প্রশাসনিক মহল। পাশাপাশি সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য পরিষেবার পর্যালোচনা নিয়ে একটি রিভিউ বৈঠক করেন। সেই রিভিউ বৈঠক থেকে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে। মনে করা হচ্ছে এই দিনে এসএসকেএম হসপিটাল থেকে সেই নির্দেশগুলি নিয়েও পর্যালোচনা করতে পারেন মুখ্যমন্ত্রী। শুক্রবার প্রধানমন্ত্রী সঙ্গে ভার্চুয়াল বৈঠকেও যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর।