কাতার বিশ্বকাপে অব্যাহত এশীয় দলগুলির চমকপ্রদ পারফরম্যান্স। দুদিন আগেই জার্মানিকে হারিয়ে ফুটবলমহলকে হতবাক করে দিয়েছে জাপান। তার আগে সৌদি আরবের কাছে হারতে হয়েছে আর্জেন্টিনাকে। এবার গ্রুপ এইচ-এর ম্যাচে উরুগুয়েকে আটকে দিল দক্ষিণ কোরিয়া। ম্যাচের ফল গোলশূন্য। উল্লেখ্য, চলতি বিশ্বকাপে ইরান এবং অস্ট্রেলিয়া বাদে বাকি তিনটি এশীয় দেশই অপরাজিত। গত বারের বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া পরের পর্বে যেতে পারেনি ঠিকই। কিন্তু গ্রুপের শেষ ম্যাচে জার্মানিকে হারিয়ে তাদের বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছিল।
এদিন শেষের মিনিটদশেক দেখে মনে হচ্ছিল, যে কোনও দল গোল করে ফেলতে পারে। রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ভালভার্দের দূরপাল্লার শট পোস্টে লেগে ফিরে আসে। এর পরক্ষণেই প্রতি আক্রমণে শট নিয়েছিলেন সন হিউং মিন। অল্পের জন্য সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধে দু’দলই একে অপরকে মেপে নেওয়ার খেলায় নেমেছিল। আক্রমণ, পাল্টা আক্রমণ দেখা যাচ্ছিল। কিন্তু গোলের সুযোগ কোনও দলের কাছেই খুব বেশি আসেনি। মাঝ মাঠে কোরিয়ার ইন-বিয়োম দুর্দান্ত খেলছিলেন। বল পাস করা থেকে নিয়ন্ত্রণ, সবেতেই বাকিদের থেকে অনেকটা এগিয়েছিলেন। বিরতির একটু আগে উরুগুয়ের দিয়েগো গোদিনের হেড বারে লাগে। দ্বিতীয়ার্ধের শুরুটাও ছিল নিষ্প্রভ। কোনও দলই সুযোগ তৈরি করতে পারছিল না। তবে শেষ ১০ মিনিটে একের পর এক সুযোগ তৈরি করতে থাকে দুই দল। তবে গোলের মুখ শেষ পর্যন্ত খোলেনি। ম্যাচের সেরা বেছে নেওয়া হয়েছে ভালভার্দেকে। গ্রুপ পর্বের পরের ম্যাচে উরুগুয়ে খেলবে পর্তুগালের বিরুদ্ধে। আর দক্ষিণ কোরিয়া মুখোমুখি হবে ঘানার।
