এবার বিজেপি শাসিত কর্ণাটকে বাংলাদেশী সন্দেহে গ্রেফতার করা হয়েছে বাংলার শ্রমিককে! প্রায় সাড়ে তিন মাস স্বপরিবারে বেঙ্গালুরুর জেলে দিন কাটছে তাঁর। বাড়িতে অসুস্থ বাবা। বালাপোশ তৈরির টাকায় ওষুধের খরচ মিটিয়ে আর সংসার চলছিল না। তাই একটু বেশি রোজগারের আশায় দেড় বছরের ছেলে আর বয়স্ক বাবা-মাকে নিয়ে বেঙ্গালুরু যান পূর্ব বর্ধমানের পলাশ অধিকারী ও তাঁর স্ত্রী শুক্লা।
রেস্তরাঁ থেকে আবর্জনা সংগ্রহের কাজ করে দৈনিক ৩০০-৪০০ টাকা আয় হত। কিন্তু বেশি দিন কাজ করার সুযোগ মেলেনি পলাশ-শুক্লার। আচমকাই বাংলাদেশি সন্দেহে বেঙ্গালুরু পুলিশ গ্রেফতার করে তাঁদের। পলাশ-শুক্লার বাবা-মাকেও প্রথমে আটক করা হয়, পরে অবশ্য ছেড়ে দেওয়া হয়। কিন্তু প্রায় সাড়ে তিন মাস হতে চলল, বাবা-মার সঙ্গে জেলেই দিন কাটছে দেড় বছরের বাচ্চাটির।
