অভিনব পন্থায় প্রতিবাদের নজির গড়ল জার্মান ফুটবল দল। সম্প্রতি একাধিক কারণে বিতর্কের কেন্দ্রে ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কাতার। বিশ্বকাপে ‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড পড়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে প্রথম থেকেই। আয়োজক দেশ কাতারের আইন অনুযায়ী সমকামিতা নিষিদ্ধ। ইউরোপের সাতটি দেশের অধিনায়ক সমপ্রেমীদের সমর্থনে ‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড পরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তা নাকচ করে দেয় ফিফা।
আজ সেজন্যই ফিফার বিরুদ্ধে জার্মান ফুটবলাররা প্রতিবাদ জানালেন। বিশ্বকাপ জাপানের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ খেলার আগে ফটোসেশনে সকলেই নিজেদের হাত দিয়ে মুখ ঢেকে দাঁড়িয়ে ছবি তুললেন জার্মান ফুটবলাররা।