ড্র হল মেক্সিকো-পোল্যান্ডের ম্যাচ। গোলের নীচে অভেদ্য হয়ে দাঁড়ালেন মেক্সিকোর গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া। এই ম্যাচ ড্র হওয়ায় গ্রুপে সবচেয়ে নীচে নেমে গেল আর্জেন্টিনা। প্রথম রাউন্ডের পরে গ্রুপে চার নম্বরে লিওনেল মেসিরা। পোল্যান্ড ও মেক্সিকোর খেলা গোলশূন্য ড্র হল। তার ফলে দু’দলই ১ পয়েন্ট করে পেল। এদিন মেক্সিকোর বিরুদ্ধে হতাশ করলেন রবার্ট লেয়নডস্কি। ছন্দে ছিলেন না তিনি। মিস করলেন পেনাল্টিও। ৩৯ মিনিটের মাথায় পোল্যান্ডের গোল লক্ষ্য করে প্রথম শট মারে মেক্সিকো। ধারে-ভারে কিছুটা এগিয়ে ছিল পোল্যান্ড। কিন্তু ওচোয়াকে পরাস্ত করতে পারেনি তারা। প্রথমার্ধের শেষ দিকে কয়েকটা আক্রমণ তুলে আনে মেক্সিকো। অ্যালেক্সিস ভেগা, জর্জ স্যাঞ্চেজদের শট বাঁচিয়ে দেন সেজিনি। গোলশূন্য হয়েই শেষ হয় প্রথমার্ধের খেলা।
এরপর দ্বিতীয়ার্ধে আক্রমণের জোর বাড়ায় পোল্যান্ড। বক্সের মধ্যে লেয়নডস্কির জার্সি ধরে ফেলে দেন মোরেনো। ভার প্রযুক্তির সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। কিন্তু পোল্যান্ডের আশায় জল ঢেলে দিলেন ওচোয়া। লেয়নডস্কি শট মারার ঠিক আগের মুহূর্তে নিজের ডান দিকে সামান্য ঝুঁকে যান ওচোয়া। সেটা দেখে তাঁর বাঁ দিকে শট মারেন লেয়নডস্কি। কিন্তু পর মুহূর্তেই বাঁ দিকে ঝাঁপিয়ে বল আটকে দেন ওচোয়া। তার পরেও দু’দল গোল করার অনেক চেষ্টা করে। কিন্তু সময় চলে যাচ্ছিল। শেষ পর্যন্ত ড্র করেই মাঠ ছাড়তে হয় দু’দলকে। মঙ্গলবার এর আগে ডেনমার্ক ও তিউনিশিয়ার মধ্যে খেলাও ০-০ ফলে শেষ হয়েছে। দু’দলেরই একটি করে গোল অফসাইডের কারণে বাতিল হয়। গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে মেক্সিকো। আর পোল্যান্ড খেলবে সৌদি আরবের বিরুদ্ধে।
