আর মাত্র কিছুদিন। আগামী বছরই বাংলায় পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই সরগরম রাজনৈতিক আবহ। এমতাবস্থায় বিধায়কদের উদ্দেশ্যে কড়া সতর্কতা জারি করল তৃণমূল। বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে সুব্রত বক্সি সমস্ত বিধায়কদের সতর্ক করেছেন।
সূত্র জানাচ্ছে, দলীয় বিধায়কদের বলে দেওয়া হয়েছে, প্রকাশ্য সভায়, সাংবাদমাধ্যমের কাছে দুম করে আলটপকা মন্তব্য করা যাবে না। সংযত হয়ে কথা বলতে হবে। পাশাপাশি বিধানসভায় বিধায়কদের নিয়মিত আসার বলা হয়েছে। অভিযোগ রয়েছে, অনেক বিধায়ক বিধানসভায় আসেন না। এলেও সই করে চলে যান। তা যেন না হয়, সে ব্যাপারে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে বৈঠকে।