নতুন বিতর্কের সূত্রপাত হল দেশজুড়ে। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তোলপাড়। জেলের ভিতর মন্ত্রীর পায়ে ফুট ম্যাসাজের ঘটনা আগেই প্রকাশ্যে এসেছে। এবার সেই বিতর্কে এল নয়া মোড়। সামনে এল চাঞ্চল্যকর তথ্য। বিপাকে পড়লেন জেলবন্দি মন্ত্রী। অস্বস্তি বাড়ল আপ শিবিরেরও। দিল্লীর তিহাড় জেলে বন্দি আপ মন্ত্রী সত্যেন্দ্র জৈনের পায়ে ম্যাসাজ করে দেওয়ার ঘটনায় এবার প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে ওই ম্যাসিওরের পরিচয় নিয়ে।
প্রসঙ্গত, যে ব্যক্তি জেলবন্দি মন্ত্রীর পায়ে ম্যাসাজ করে দিচ্ছিল, তিনি নাকি একজন ধর্ষক! ওই ব্যক্তি কোনও ফিজিওথেরাপিস্ট নন। বরং একজন ধর্ষক! নিজেরই মেয়েকে ধর্ষণের দায়ে সাজা খাটছে সে। সামনে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। আর তারপরই ফের নতুন করে উসকে উঠেছে বিতর্ক। তবে আপের পক্ষে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নস্যাৎ করে দেন বিজেপি দাবি। পালটা দাবি করা হয় আপের তরফে। বলা হয়, কোনও ম্যাসাজ নিচ্ছেন না মন্ত্রী। চিকিৎসকের নির্দেশে ফিজিওথেরাপি সেশন চলছিল ওঁর।
