সময়টা ঠিক ভাল যাচ্ছে না কাঁথির অধিকারী পরিবারের বড় ছেলের। কিছুদিন আগেই তাঁর ‘ডোন্ট টাচ মাই বডি’ মন্তব্য নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল। সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতার পদ থেকে তাঁর অপসারণের দাবিও তুলেছেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা এবং দেবনাথ হাঁসদা। আর এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে জানিয়ে দিলেন রাজ্যের শাসক দলের মন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি। সম্প্রতি বিজেপি নেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু রামনগরে একটি জনসভা করেছিলেন। সেখানে সুপ্রকাশকে আক্রমণ করেন তিনি। তারই জবাব দিতে এই মানহানির মামলা করবেন বলে জানিয়েছেন সুপ্রকাশ।
রামনগর মন্ত্রী অখিলের বিধানসভা কেন্দ্র। গত সপ্তাহে সেখানেই জনসভা করে সুপ্রকাশের বিরুদ্ধেও নানা রকম অভিযোগ আনেন শুভেন্দু। এমনকি সুপ্রকাশ ‘নন গ্র্যাজুয়েট’ বলে দাবি করেন। তার পাল্টা সুপ্রকাশ বলেন, ‘শুভেন্দু আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু বাস্তবে উনি নিজে কী ভাবে কলেজ পাশ করেছেন তা আমাদের সবার জানা আছে।’ তাঁর শিক্ষগত যোগ্যতা নিয়ে শুভেন্দুর অভিযোগ যে ভুল, তা প্রমাণ করতে সুপ্রকাশ জানিয়েছেন কলকাতার আশুতোষ কলেজ থেকে স্নাতক উত্তীর্ণ হয়েছেন তিনি। শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা করার কথা জানিয়ে তিনি বলেন, ‘শুভেন্দু আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ভিত্তিহীন অভিযোগ এনেছেন।’ শুভেন্দুকে এর জবাব আদালতে দিতে হবে বলেও জানান সুপ্রকাশ।
