বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুসারে হাঙড়, কামট ও শঙ্কর শিকার নিষিদ্ধ। তবে কড়া নজরদারির পরও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সমুদ্র ও নদী থেকে নির্বিচারে চলছে হাঙড়, কামট, শঙ্কর মাছ শিকার চলছিল সুন্দরবন এলাকায়। এক শ্রেণীর অসাধু মৎস্যজীবী সেইসব মাছের ডানা, পাখনা কেটে শুকিয়ে মোটা দামে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে পাচার করছে বলে অভিযোগ। এবার এই অবৈধ চোরাকারবার রুখতে এবার তৎপর হল বন দফতর। কঠোর পদক্ষেপ নেওয়ার আগে প্রচার নামলো দক্ষিণ ২৪ পরগনা জেলার উপকূল এলাকার বনকর্মীরা।
সোমবার সকাল থেকে বকখালি, ফ্রেজারগঞ্জ, নামখানা, কাকদ্বীপ এবং সাগরদ্বীপের মৎস্যজীবী ও ট্রলার মালিকদের সচেতন করতে বিভিন্ন ঘাট ও মৎস্য বন্দরগুলোতে লাগাতার প্রচার চালানো হয়। এদিনের সচেতনতার প্রচারে যোগ দিয়েছিল এলাকার বাসিন্দা থেকে স্কুল পড়ুয়ারাও। গোপন সূত্রে খবর পেয়ে কয়েক দিন আগেই বনকর্মীরা বকখালি থেকে হাতেনাতে চার মৎস্যজীবীকে ধরে ফেলেন। পুনরায় যাতে এই আইন বিরুদ্ধ কাজ কেউ না করে,তাই মৎস্যজীবীদের সচেতন করতে বন দপ্তরের পক্ষ থেকে শুরু হল জোরদার প্রচার।
