ফের নৃশংস ঘটনার সাক্ষী রইল উত্তরপ্রদেশ। বিজেপিশাসিত এই রাজ্যে বারবার অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন নারীরা। হাথরসে ঘটে যাওয়ি ভয়াবহ ঘটনার রেশ এখনও মিলিয়ে যায়নি দেশবাসীর স্মৃতি একে। এবার এক প্রৌঢ়াকে লাঠি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তি ও তাঁর তিন পুত্রের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জাহানাবাদ এলাকায়। চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, ধানক্ষেত থেকে ধান কেটে বাড়ি ফিরছিলেন ৫৬ বছর বয়সী ওই মহিলা। একটি গাড়িতে করে কাটা ধান বাড়ি নিয়ে যাচ্ছিলেন তিনি। অভিযুক্তদের বাড়ির সামনে গাড়ি থেকে ধানের একটি আঁটি পড়ে গিয়েছিল। এ নিয়ে অভিযুক্তদের বাড়ির মহিলা সদস্যরা চটে যান। তার পরই বাদানুবাদ শুরু হয় তাঁদের।
এরপর চিৎকারের আওয়াজ শুনে বাড়ির বাইরে বেরিয়ে আসেন অভিযুক্তরা। তার পর লাঠি দিয়ে ওই মহিলাকে বেধড়ক মারধর করেন তাঁরা। স্থানীয়দের একাংশ ওই মহিলাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। গত বুধবার বিকেলে মৃত্যু হয় মহিলার। এই ঘটনায় জাহানাবাদ থানায় অভিযোগ দায়ের করেন নিহত প্রৌঢ়ার ছেলে। ভারতীয় দণ্ডবিধির ৩০৪, ৩২৩, ৫০৬ ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই উত্তাল জাহানাবাদ।