অবেশেষে জামিনে মুক্তি পেলেন বিশিষ্ট স্কলার-অ্যাক্টিভিস্ট আনন্দ তেলতুম্বড়ে। আজ, শুক্রবার ভীমা-কোরেগাঁও মামলায়, তাঁকেএক লক্ষ টাকার জামিনে মুক্তি দিয়েছে বম্বে হাইকোর্ট। সুপ্রিম কোর্টে আপিল করার জন্য জাতীয় তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এক সপ্তাহের জন্য আদেশ স্থগিত করেছে। অর্থাৎ ততদিন পর্যন্ত জেল থেকে বের হতে পারবেন না ৭৩ বছর বয়সী তেলতুম্বড়ে। জানা গিয়েছে, বিচারপতি এ এস গড়করি এবং এম এন যাদবের একটি ডিভিশন বেঞ্চ তেলতুম্বড়ের দায়ের করা জামিনের আবেদন মঞ্জুর করে। তেলতুম্বড়ে ২০২০ সালের এপ্রিলের মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে কারাগারে বন্দী ছিলেন। আদালত তাকে এক লাখ টাকার জামিনে জামিন দেয়। তেলতুম্বড়ে তাঁর আবেদনে দাবি করেছিলেন যে ৩১শে ডিসেম্বর, ২০১৭ সালে পুনেতে হওয়া এলগার পরিষদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তিনি। কোনও উস্কানিমূলক বক্তৃতাও দেননি বলেও জানান তেলতুম্বড়ে। তিনি এই মামলার তৃতীয় অভিযুক্ত, যাকে জামিন দেওয়া হয়েছে। কবি ভারাভারা রাও মেডিকেল জামিনে এবং আইনজীবী সুধা ভরদ্বাজ সাধারণ জামিনে মুক্তি পেয়েছেন।
পাশাপাশি, এলগার পরিষদ মামলায় বম্বে হাইকোর্টের বেঞ্চ দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হ্যানি বাবু এবং গৌতম নভলাখার জামিনের আবেদনের শুনানি থেকে সরে এসেছে। ভীমা-কোরেগাঁও যুদ্ধের ২০০ বছর পূর্তি উপলক্ষে এলগার পরিষদের ইভেন্টে, হিংসার ঘটনা ঘটে। এতে একজন নিহত হন এবং দশ জন পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন আহত হন। ভীমা-কোরেগাঁওয়ে সংঘর্ষের পর ২০১৭ সালের জানুয়ারী মাসে রাজ্যব্যাপী বন্ধের সময় পুসশ ১৬২ জনের বিরুদ্ধে ৫৮ টি মামলা দায়ের করে। এর আগে, সুপ্রিম কোর্ট এই মামলায় ৮২ বছর বয়সী অ্যাক্টিভিস্ট পি ভারাভারা রাওকে জামিন দেয়। বৃহস্পতিবার, সুপ্রিম কোর্ট একটি অন্তর্বর্তী আদেশে ভীমা-কোরেগাঁও মামলার অপর অভিযুক্ত গৌতম নভলাখাকে তার স্বাস্থ্যের অবস্থা এবং বার্ধক্য বিবেচনা করে এক মাসের জন্য গৃহবন্দী করার অনুমতি দিয়েছে। বিচারপতি কে এম জোসেফ এবং হৃষিকেশ রায়ের শীর্ষ আদালতের বেঞ্চ নভলাখাকে গৃহবন্দী থাকাকালীন তার নিরাপত্তা কভারের জন্য ব্যয় হিসাবে ২.৪ লক্ষ টাকা জমা দেওয়ার নির্দেশ দেয়। তিনি পুলিশ কমিশনার, নভি মুম্বইয়ের নামে ২.৪ লক্ষ টাকার একটি ডিমান্ড ড্রাফ্ট জমা দেবেন। উল্লেখ্য, মহারাষ্ট্রের তালোজা কারাগারে বিচার বিভাগীয় হেফাজতের পরিবর্তে তাকে গৃহবন্দী করার অনুরোধ জানিয়ে শীর্ষ আদালতে আবেদন করেছিলেন গৌতম নভলাখা।