ফের চোটের সমস্যায় জেরবার পিভি সিন্ধু। মরসুমের শেষেও চোট পিছু ছাড়ল না তাঁর। সিন্ধুর বাঁ গোড়ালির চোট এখনও সারেনি। সেই কারণে ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস থেকে নাম সরিয়ে নিলেন অলিম্পিক্সে জোড়া পদকজয়ী তারকা শাটলার। এই প্রতিযোগিতায় ২০১৮ সালে জিতেছিলেন তিনি। এ বার কমনওয়েলথ গেমসে খেলার সময়ই চোট পান সিন্ধু। আগস্ট মাসে পাওয়া সেই আঘাত নিয়েই ভুগছেন তিনি। চীনের গুয়াংঝৌয়ে ১৪ই ডিসেম্বর থেকে শুরু হবে ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস। সেই প্রতিযোগিতা থেকেই নাম সরিয়ে নিলেন সিন্ধু। সংবাদ সংস্থা পিটিআইকে সাক্ষাৎকার দিয়েছেন সিন্ধুর বাবা পিভি রমানা। “সিন্ধুর চিকিৎসক বলেছেন আরও সময় নিতে। সম্পূর্ণ সুস্থ হয়ে আগামী মরসুমে খেলতে নামার উপদেশ দিয়েছেন তিনি। চিনে এখনও করোনা নিয়ে বিভিন্ন নিয়ম রয়েছে। সেগুলো মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ও কয়েক সপ্তাহ আগেই অনুশীলন শুরু করেছে। জানুয়ারি মাসের মধ্যে সুস্থ হয়ে যাবে ও”, জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, আগামী বছর এশিয়ান গেমস রয়েছে। প্যারিস অলিম্পিক্স রয়েছে ২০২৪ সালে। সেটার যোগ্যতা অর্জন পর্ব খেলতে হবে সিন্ধুকে। সেই কারণে চোট নিয়ে তাড়াহুড়ো করতে চাইছেন না তিনি। সম্পূর্ণ ভাবে চোট সারিয়ে তবেই কোর্টে নামবেন বলে জানিয়েছেন সিন্ধুর বাবা। ব্যাডমিন্টনের ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস থেকে সিন্ধু নাম সরিয়ে নেওয়ায় ভারতের একমাত্র প্রতিনিধি হিসাবে সেখানে খেলবেন এইচএস প্রণয়। এদিকে গুয়াংঝৌয়ে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। সে দিকে নজর রাখছেন আয়োজক কর্তৃপক্ষ। বেশ কিছু নিয়ম মেনেই এই প্রতিযোগিতায় নামবেন খেলোয়াড়রা।