ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় একহাত নিলেন তৃণমূল মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। আজ, রবিবারের সংবাদিক সম্মেলনে কুণাল বলেন, “আমরা কী শুভেন্দুর দুটো পা মেপে দেখতে যাব, দুটো সমান কিনা? ওটা রাজনীতিক বিষয়? কেমন দেখতে, তাঁদের সমস্যা এগুলো রাজনীতির বিষয় হতে পারে। পাশাপাশি যদি চিঠি-চাপাটি শুরু হয় তাহলে নরেন্দ্র মোদীর ও দিদি দিয়ে শুরু করতে হবে।” প্রসঙ্গত, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও পরিবারের সদস্যদের নিশানা করতে গিয়ে শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কটাক্ষ করেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। যা নিয়ে বিস্তর চাপানউতোর তৈরি হয় বাংলার রাজনৈতিক মহলে। জল গড়ায় দিল্লিতেও। ইতিমধ্যেই অখিলের বিরুদ্ধে দিল্লীর নর্থ অ্যাভিনিউ থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তবে তৃণমূল যে অখিলের মন্তব্যকে সমর্থন করে না তা এদিন ফের বলতে শোনা যায় কুণালকে। “এই বিবৃতি দল অনুমোদন করে না। এটা দুর্ভাগ্যজনক”, জানিয়েছেন কুণাল।
প্রসঙ্গত, এদিন সংবাদমাধ্যম নিয়েও জোর সমালোচনা করেন তৃণমূলের মুখপাত্র। তিনি বলেন, “অখিল গিরি শুভেন্দুকে আক্রমণ করছিলেন সেই প্রতিক্রিয়াটা রাষ্ট্রপতির প্যাকেজে জুড়ে দেওয়া হচ্ছে এডিট করে। এই সাংবাদিকতাটা করবেন না। আমিও কিন্তু এই স্কুলটা থেকেই পড়ে এসেছি।” বিজেপিকে একহাত নিয়ে কুণালের বক্তব্য, “যখন ‘ও দিদি’ হয়েছে, যখন হাফপ্যান্ট-বারমুডা পড়ানো হয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে তখন কোন শোকজ হয়েছে? কোন চিঠি হয়েছে? কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে গালমন্দ করা হয়েছে। তখন কেন্দ্রের চিঠি কোথায় ছিল? অখিল গিরি অন্যায় করেছেন। তাঁকে আমরা সমর্থন করছি না। কে কীরকম দেখতে এটা কী রাজনীতির বিচার হতে পারে। এটা তো শুভেন্দু করে যাচ্ছেন সারাক্ষণ। অখিলবাবু তাঁর প্ররোচনায় পা দিয়ে একটা ভুল কথা বলে বসে আছেন। আমরা নিন্দা করছি। তারমানে আপনারা কাকের মতো দেখতে, কাকের মতো দেখতে এটা আপনারা অ্যালাউ করবেন? এটা হয়?” এরপরই শুভেন্দুকে কটাক্ষ করেন কুণাল। পদ্মশিবিরের তরফে ভিনরাজ্যে এফআইআর দায়ের আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি প্রসঙ্গে বলতে গিয়ে বিরোধী দলনেতাকে তোপ দাগেন তৃণমূল মুখপাত্র। “তাঁরা যখন অসভ্যতা করেছিলেন তখন আমরাও পারতাম রাজ্যজুড়ে এফআইআর করতে। কিন্তু, রাজনীতিটা রাজনীতির মধ্যে রাখার চেষ্টা করেছিলাম। কিন্তু, তারা যদি অন্য রাজ্যের ক্ষমতা এ রাজ্যে দেখাতে আসেন তাহলে তার সমুচিত জবাব পাবেন”, সাফ জানিয়েছেন কুণাল।