দেশের রাজধানী শহরে বাংলা সংস্কৃতির প্রসারের জন্য অভিনব উদ্যোগ দিল দক্ষিণ দিল্লী কালী বাড়ি এবং বেঙ্গলি অ্যাসোসিয়েশন। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের ১৩৫ তম জন্ম বার্ষিকীতে করা হল বইমেলার উদ্বোধন। দিল্লীর রামকৃষ্ণ পুরমের মালাই মন্দিরের কাছে দক্ষিণ দিল্লী কালিবাড়িতে ১৯ টি বইয়ের স্টল এবং পাঁচটি হস্তশিল্পের স্টল নিয়ে এই দক্ষিণ দিল্লী বই মেলার আয়োজন করা হয়েছে। শুক্রবার থেকে এই মেলার শুরু। চলবে তিন দিন।
উল্লেখ্য, প্রাক্তন রাষ্ট্রপতি ও ভারতরত্ন প্রণব মুখার্জির স্মরণে পূজা নামে পরিচিত মন্দির প্রাঙ্গণে আয়োজিত বইমেলায় রয়েছে দেজ পাবলিশিং, আনন্দ পাবলিশার্স, পত্র ভারতী, সুবর্ণরেখা, অভিযান, আজকাল, গাঙচিল, হাওয়াকাল-শাম্ববী, সৃষ্টি সুখ, লিরিকাল ইত্যাদি বিভিন্ন ছোট-বড় প্রকাশনা সংস্থা। বাঙালি খাবার ও পানীয়ের বিশাল সম্ভারও রয়েছে এখানে। আর চলবে দিল্লীর কবি, সাহিত্যিক, সাহিত্যিকদের নিয়ে সাহিত্য সভা এবং দিল্লীর শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার সাংসদ জহর সরকার, দেবপ্রসাদ রায়, প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়, দক্ষিণ দিল্লী কালী বাড়ি কমিটির সভাপতি সুব্রত দাস সহ বিশিষ্টরা মেলার উদ্বোধন উপস্থিত ছিলেন।